ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ১২টি সেরা উপায়
তথ্যপ্রযুক্তির এগিয়ে চলার এই যুগে ফেইসবুক আইডি বা পেজ নেই এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। আর ফেসবুক আইডি অথবা পেজে ফলোয়ার সংখ্যা নিয়ে চারিপাশে তুমুল মাতামাতি তো রয়েছেই। আবার অনেকে হয়তো ফেসবুকে ফলোয়ার কিভাবে চালু করে এ ব্যাপারটিই জানেন না। আপনাদের সুবিধার্থে আজকের এই পুরো আর্টিকেল জুড়ে আমরা ফেসবুকে ফলোয়ার বৃদ্ধির উপায় অর্থাৎ খুব সহজে কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায় এ বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করব সে বিষয়টি তুলে ধরব। আশা করি ফেসবুক ফলোয়ার সংক্রান্ত যাবতীয় বিষয় জানার জন্য এই পোস্টটি আপনাদের ১০০% উপকারে আসবে।
পোস্ট সূচিপত্র - ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় - ফেসবুক পেজে ও আইডিতে ফলোয়ার বাড়ানোর উপায়
ফেসবুক ফলোয়ার কি?
ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায় জেনে নেওয়ার পূর্বে ফেসবুক ফলোয়ার আসলে কারা সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। ফেসবুক ফলোয়ার্স হলো ওই সকল ব্যক্তি যারা আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে অথচ আপনি তার ফ্রেন্ড রিকুয়েস্ট এখনো একসেপ্ট করেন নাই অথবা ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট করে দিয়েছেন। ফেসবুকে ফলোয়ার থাকা ব্যক্তিরাও আপনার পোস্ট ও ছবি তাদের নিউজফিডে দেখতে পাবে। আপনি প্রাইভেসিতে Allow করলে তারা আপনার ছবি বা পোস্টে কমেন্টও করতে পারবে। সেলিব্রেটি ব্যক্তিদের আইডিতে ফলোয়ারের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের ফেসবুক পেজে অসংখ্য ফলোয়ার দেখা যায়।
কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করব
ফেসবুক ফলোয়ার বৃদ্ধি করার পূর্বে সর্বপ্রথম তো আপনার ফেসবুক আইডি বা পেইজে ফলোয়ার অপশন চালু করতে হবে। তা না হলে ফেসবুকে কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবো এ বিষয়টি শেখা আমাদের কোন কাজে আসবে না। কোন ব্যক্তি ফেসবুক প্রোফাইলে ৫ হাজার ফ্রেন্ড হয়ে যাওয়ার পর নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে তা ফলোয়ার হিসেবে গণ্য হয়। কিন্তু আপনি চাইলে আগে থেকেই ফলোয়ার সিস্টেম চালু করতে পারবেন। তাই চলুন সবচেয়ে সহজে ফেসবুকে ফলোয়ার চালু করার নিয়ম এবার শিখে ফেলি। তারপর আমরা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় গুলো উপস্থাপন করব।
- ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপস থেকে Settings অপশনে প্রবেশ করুন। তার পূর্বে আপনার সমস্ত পোস্টের প্রাইভেসি Public করে রাখুন।
- সেটিংস অপশনে প্রবেশ করার পর How people find and contact you অপশনপ গিয়ে Who can send you friend requests অপশনটি থেকে Everyone সিলেক্ট করে দিন।
- এতে করে আপনার যাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড থাকবেনা তারাও আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে। তবে ফেসবুকে ফলোয়ার অপশনটি চালু করার জন্য অবশ্যই আপনার আইডিতে আপনার বয়স ১৮ বছর হতে হবে।
- এরপর Followers and Public Content অপশন থেকে Who can follow me, who can see your followers on your timeline এই দুটি অপশন Public করে দিতে হবে। এরপর Public post comment, public post notifications, public profile info সকল কিছু Public করে দিতে হবে।
- ব্যাস এই কাজগুলো করলেই আপনার প্রোফাইলে ফলোয়ার অপশন টি চালু হয়ে যাবে। এখন যে কেউ আপনাকে ফ্রেন্ডলিস্টে না থেকেও ফলো করে আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে পারবে। পোস্টের পরবর্তী অংশ থেকে আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে দুর্দান্ত সব টিপস জানতে পারবেন।
ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানোর উপায় - ফেসবুকে ফলোয়ার বৃদ্ধির উপায়
বন্ধুরা আপনারা তো অলরেডি ফেসবুক ফলোয়ার কি সে সম্বন্ধে ধারণা পেয়েছেন। এবার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় সম্বন্ধে আপনাদের নিকট দারুন সব কার্যকর টিপস ও ট্রিকস শেয়ার করব। নিশ্চয়ই আপনারা আপনার ফেসবুক আইডিতে কিভাবে ফেসবুক ফলোয়ার বৃদ্ধি করা যায় সে বিষয়টি নিয়ে ভাবছেন। তবে চলুন দেরি না করে ফেসবুক ফলোয়ার বৃদ্ধির উপায় গুলো এক নজরে জেনে ফেলি।
আরও পড়ুন: এয়ারটেল ব্যালেন্স চেক করার নিয়ম - এয়ারটেল সিমের সকল কোড
- ফেসবুক গ্রুপে জয়েন: ফেসবুক থেকে প্রচুর ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ভালো মানের গ্রুপ, বিশেষ করে যেগুলোতে মেম্বার সংখ্যা বেশি সে সকল গ্রুপে এড হতে হবে। গ্রুপগুলোতে এড হয়ে সেখানে যদি আপনি মানসম্মত কনটেন্ট পাবলিশ করেন তবে আপনার কনটেন্ট মানুষের পছন্দ হলে সেখান থেকে অনেকেই আপনার আইডি ফলো করতে শুরু করবে।
- উন্নত কন্টেন্ট পাবলিশ: ফেসবুক থেকে অর্গানিকভাবে ফলোয়ার বৃদ্ধি করার একমাত্র কার্যকর উপায় হলো নিজের আইডিতে ভালো মানের কনটেন্ট প্রকাশ করা। আপনি যে বিষয়ে পোস্ট করবেন অথবা ভিডিও বা ছবি আপলোড করবেন তা যেন মানসম্মত হয় এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে। ভালো কনটেন্ট পাবলিশ করলে সহজেই সেটি ভাইরাল হবে এবং আপনি ফেসবুক থেকে অনেক বেশি অর্গানিক ফলোয়ার পেয়ে যাবেন।
- ফলোয়ার সেটিংস ঠিক করা: এজন্য আপনার ফেসবুক প্রোফাইলের সাথে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর Follower and public content অপশনে ক্লিক করে Who can follow me অপশনে Public সিলেক্ট করে দিতে হবে। এতে করে ফেসবুকে থাকা যেকোনো ব্যক্তি আপনার আইডিটি ফলো করতে পারবে।
- প্রোফাইলে প্রফেশনাল মোড অন করা: ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে খুব সহজেই পেজে রূপান্তর করতে পারবেন। সেজন্য প্রোফাইল পিকচারের পাশে থাকা থ্রি ডট মেনু থেকে আপনাকে প্রফেশনাল মোডটি অন করে দিতে হবে।
- হ্যাশট্যাগ ব্যবহার: আপনি যদি আপনার আইডির ফলোয়ার বৃদ্ধি করতে চান তবে অবশ্যই পোষ্টের ভেতর একবা একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার পোষ্টের সাথে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে সেটি অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে আপনার প্রোফাইলের রিচ বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে ফলোয়ার বাড়তে থাকবে।
এ সকল নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। পরবর্তী অংশে আমরা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় আরো বিস্তারিত ভাবে তুলে ধরেছি।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় | ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়
বন্ধুরা ইতোমধ্যে আপনারা ফেসবুক আইডিতে ফলোয়ার বৃদ্ধি করার উপায় শিখে ফেলেছেন। আমরা আমাদের ব্যবসা অথবা নিজের জন্য ফেসবুকে পেজ খুলে থাকি। আমাদের পেজকে বেশি মানুষের নিকট পৌঁছানোর জন্য দরকার বেশি বেশি ফলোয়ার। আপনার পেজে কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায় এ বিষয়টি জেনে নেওয়ার জন্য এবার পোস্টের নিচের অংশটি গুরুত্ব সহকারে পড়ে ফেলুন। তাহলে আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে বিশদ ধারণা পেয়ে যাবেন।
আরও পড়ুন: মোবাইলে ফ্রিল্যান্সিং করার উপায় ২০২৪
- বুস্ট করা: আপনার পেজকে ফেসবুকে বুস্ট করে সেখান থেকে অনেক বেশি ফলোয়ার আনতে পারবেন। এই বুস্ট করার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। তবে ব্যবসা ও সেবার মানকে সকলের নিকট পৌঁছে দিয়ে অধিক ফলোয়ার পাওয়ার জন্য পেজ বুস্ট করা হতে পারে অন্যতম সেরা একটি উপায়।
- শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি: আপনার পেজের এনগেজ ও রিচ বৃদ্ধি করার জন্য অবশ্যই ভালো মানের কনটেন্ট তৈরি করতে হবে, যাতে মানুষ সেখান থেকে উপকৃত হয় এবং কনটেন্টটি শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবে আপনার পেজের পোস্ট কে যত বেশি শেয়ার করাতে পারবেন তত বেশি মানুষ আপনার পেজকে ফলো করা শুরু করবে। অর্গানিক ফেসবুক ফলোয়ার বৃদ্ধির উপায় হিসাবে এটি সবচেয়ে কার্যকরী।
- লিংকিং করা: আপনার ফেসবুক আইডি বা পেজকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার linking করলে সেখান থেকে অনেক ফলোয়ার পেয়ে যাবেন। সেজন্য আপনার পেজ সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার ফেসবুক পেজকে লিংক করে দিন। এছাড়াও একই নিয়মে ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইনে আপনার ফেসবুক পেজের লিঙ্ক প্রচার করুন।
- মনিটাইজেশন অন: আপনার ফেসবুক পেইজে ভালো ভিডিও কনটেন্ট পাবলিশ করার মাধ্যমে মনিটাইজেশন অন করে নিন। তাহলে ফেসবুক সেখানে অটোমেটিক অ্যাড প্রদর্শন করবে। তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও হোমপেজে ভালো রিচ পাবে। যার ফলে ধীরে ধীরে পেজের ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে।
- নিয়মিত পোস্ট: আপনার ফেসবুক পেজের ফলোয়ার বৃদ্ধি করার পূর্ব শর্ত হলো নিয়মিত আকর্ষণীয় কনটেন্ট ফেসবুকে পাবলিশ করা। নিয়মিত পোস্ট করলে পেজের হেলথ অনেক বেড়ে যায়। ফলে অনেক মানুষের নিকট সাজেশনে সেই পেজ শো করে। এভাবেও অর্গানিক উপায়ে আপনি আপনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।
- সহযোগিতা করা: ফেসবুক পেজের মাধ্যমে যদি অধিক সংখ্যক মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা যায় তবে ক্রমেই পেজটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে ফলোয়ার বেড়ে যাবে। সেজন্য কেউ কমেন্ট বক্সে কমেন্ট করলে তাকে যথাসাধ্য সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন।
ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার কারণ কি?
এতক্ষণ তো আপনাদের সামনে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় সম্বন্ধে দারুন সব টিপস তুলে ধরলাম। কিন্তু ফেসবুকে হঠাৎ করে ফলোয়ার কমে যাওয়ার কারন কি আপনারা জানেন? এবার ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার কিছু সাধারণ কারণ উল্লেখ করলাম।
আরও পড়ুন: রুম হিটারের দাম কত | সব ব্রান্ডের রুম হিটার প্রাইস ২০২৪
- দীর্ঘদিন ফেসবুক আইডি বা পেইজে সক্রিয় না থাকলে ধীরে ধীরে ফলোয়ার কমে যায়।
- আইডি বা পেজের কনটেন্ট গুলো যথেষ্ট মানসম্মত না হলে কিংবা রিচ না পেলে ধীরে ধীরে ফলোয়ার কমতে থাকে।
- আপনাকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে তারা ফলোয়ার থেকে আপনার বন্ধুতে পরিণত হবে।
- আইডি বা পেইজের ফলো করার অপশনটি বন্ধ করে দিলে ফলোয়ার কমে যায়।
- আপনার পেজের কনটেন্টগুলো কপি হলে ধীরে ধীরে অডিয়েন্সের আগ্রহ কমে যায়। ফলে ফলোয়ারও কমতে থাকে।
উপসংহার | ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়
বন্ধুরা সম্পূর্ণ পোস্টটি যদি আপনারা গুরুত্ব সহকারে পড়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়, কিভাবে ফেসবুক ফলোয়ার অপশন চালু করব ইত্যাদি বিষয় গুলো আপনারা শিখে নিতে পেরেছেন। আশা করি আপনারা এই পোস্টে দেওয়া তথ্য অনুসরণ করে আপনার আইডিতে ফলোর অপশন চালু করতে পারবেন। সেই সাথে পোস্টে বর্ণিত নিয়ম অনুসরণ করে খুব সহজেই অর্গানিক উপায়ে আপনার পেজ ও আইডির ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। পরিশেষে ফেসবুকে ফলোয়ার বৃদ্ধির উপায় এবং ফেসবুকে ফলোয়ার বাড়াবো কিভাবে তা অন্য বন্ধুদের জানিয়ে দিতে এ পোস্টটি শেয়ার করুন। নিয়মিত তথ্য প্রযুক্তি বিষয়ক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
অনির্বাণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url