রুম হিটারের দাম কত | সব ব্রান্ডের রুম হিটার প্রাইস ২০২৪
বর্তমানে রুম হিটারের দাম কত টাকা সে বিষয়ে জানতে চাচ্ছেন? তবে আপনি সঠিক পোস্টেই এসেছেন। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে রুম হিটারের দাম কত ২০২৪ এবং ভাল মানের রুম হিটার কোনটি সে সম্পর্কে আলোচনা করব। অতএব সকল ব্রান্ডের রুম হিটারের দাম কত এবং রুম হিটারের ব্যবহার সম্পর্কিত সঠিক ধারণা পাওয়ার জন্য সম্পূর্ণ পোস্টটি গুরুত্ব সহকারে পড়ে ফেলুন।
শীতকালে আমাদের ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে ঘরকে আরামদায়ক ও গরম রাখার জন্য রুম হিটার ব্যবহারের প্রয়োজন হয়। সেজন্য অনেকেই রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে গুগলে অনুসন্ধান করে থাকেন। আপনাদের সুবিধার্থে এই পোস্টে আমরা রুম হিটার বাংলাদেশ প্রাইস সম্পর্কের ডিটেলস তথ্য উপস্থাপন করব। তাই সর্বশেষ প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী বিভিন্ন কোম্পানির রুম হিটারের দাম কত তা জেনে নিতে এখনই সম্পূর্ণ পোস্টটি পড়ে নিন। তাহলে আপনারা room heater price in bangladesh সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে যাবেন।
সূচিপত্র - রুম হিটারের দাম কত - সব ব্রান্ডের রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪
- ভূমিকা
- ওয়ালটন রুম হিটারের দাম কত
- ভিশন রুম হিটারের দাম কত
- মিয়াকো রুম হিটার এর দাম কত
- সিঙ্গার রুম হিটারের দাম কত
- হিটাচি রুম হিটারের দাম কত
- আরএফএল রুম হিটারের দাম কত
- স্যামসাং রুম হিটারের দাম কত
- প্যানাসনিক রুম হিটারের দাম কত
- এলজি রুম হিটারের দাম কত
- রুম হিটার ব্যবহারের নিয়ম
- রুম হিটারের ক্ষতিকর দিক
- উপসংহার
- FAQs (জিজ্ঞাসা)
ভূমিকা - রুম হিটার বাংলাদেশ প্রাইস
শীতকাল এলেই বিশ্বের উন্নত দেশগুলোর মত এখন বাংলাদেশেও রুম হিটার ব্যবহারের প্রচলন বেড়েই চলেছে। রুম হিটারের বিশেষত্ব হলো এটি তাৎক্ষণিকভাবে ঘর গরম করতে সক্ষম। সেজন্য শীতকালে রুম হিটার কেনার চাহিদা অনেকটাই বৃদ্ধি পায়। রুম হিটারের অভ্যন্তরে ধাতুর পাত বা সিরামিক কোর থাকায় এটি গরম হাওয়া বের করে। যারা প্রথমবারের মতো রুম হিটার কেনার কথা ভাবছেন তারা হয়তো জানেন না রুম হিটার কোনটা ভালো এবং কোন রুম হিটার এর দাম কেমন। আপনাদের সুবিধার্থে বলতে চাই যারা কম দামে ভালো মানের রুম হিটার কিনতে চাচ্ছেন তারা ভিশন কোম্পানির রুম হিটারগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর গুণগত মান যেমন ভালো তেমনি দীর্ঘদিন টেকসই হয়।
ওয়ালটন রুম হিটারের দাম কত | Walton room heater price in Bangladesh
বাংলাদেশের প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির মধ্যে ওয়ালটন কোম্পানির রুম হিটারগুলোর সার্ভিস অত্যন্ত ভালো। সেজন্য অনেকেই ওয়ালটন রুম হিটার দাম কত তা জিজ্ঞাসা করে থাকেন। এখন আমরা এখানে আপনাদের জন্য বিভিন্ন মডেলের ওয়ালটন রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ ছবি সহ বিস্তারিত উল্লেখ করব। অতএব নিচের অংশটি পড়ে সকল মডেলের ওয়ালটন রুম হিটারের মূল্য তালিকা দেখে নিন।
- WRH-FH002 মডেলটির দাম ১৪৫২/- টাকা।
- WRH-FH003 মডেলটির দাম ২০৮৬/- টাকা।
- WRH-PTC0X মডেলটির দাম ২৩৫৮/- টাকা।
- WRH-PTC205T মডেলটির দাম ৩৮২৮/- টাকা।
- WRH-PTC001 মডেলটির দাম ২২৮৮/- টাকা।
- WRH-PTC002 মডেলটির দাম ২২৪৫/- টাকা।
- WRH-PTC003 মডেলটির দাম ২২০০/- টাকা।
- WRH-PTC004 মডেলটির দাম ২৮১৬/- টাকা।
- WRH-PTC006 মডেলটির দাম ২২৪৪/- টাকা।
- WRH-PTC007 মডেলটির দাম ১৭১৬/- টাকা।
- WRH-PTC009 মডেলটির দাম ১৮৪৮/- টাকা।
- WRH-PTC203T মডেলটির দাম ৩৯৬০/- টাকা।
- WRH-PTC301W মডেলটির দাম ৪১৩৬/- টাকা।
- WRH-PTC204T মডেলটির দাম ৩১৬৮/- টাকা।
- WRH-PTC202 মডেলটির দাম ৩০৮০/- টাকা।
ভিশন রুম হিটারের দাম কত | Vision room heater price in Bangladesh
অল্প দামে ভালো রুম হিটার ক্রয় করতে চাইলে আপনারা নির্দ্বিধায় ভিশন কোম্পানির যেকোনো মডেলের রুম হিটার কিনতে পারেন। ওয়ালটনের মত আমাদের দেশে ভিশন কোম্পানিটিও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তবে চলুন বিভিন্ন মডেলের ভিশন রুম হিটার দাম কত তা এবার জেনে ফেলি। ভিশন কোম্পানির রুম হিটার গুলো আপনি ১৪০০/- টাকা থেকে ৬০০০/- টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন।
- Vision Room Comforter Easy Gray মডেলটির বর্তমান মূল্য ১৪৫২/- টাকা।
- VISION Room Comforter Easy Black মডেলটির বর্তমান বাজার মূল্য ১৪৫২/- টাকা।
- VISION Room Heater - Easy মডেলটির বর্তমান দাম ১৪৫২/- টাকা।
- VISION Room Comforter Easy Red মডেলটির মূল্য ১৪৫২/- টাকা।
- Vision Room Comforter Wall Mount -02 এই মডেলটির দাম ৫৯০০/- টাকা।
- VISION Room Comforter Wall Mount 01 মডেলটির দাম ৫৯০০/- টাকা।
- VISION Room Comforter REL Radiator Black মডেলটির বর্তমান দাম ৩৪৭৬/- টাকা।
- Vision Room Comforter Flaming এর দাম ২৬৪০/- টাকা।
- Vision Room Heater Fire with Smooth Movin মডেলটির দাম ৩৬০০/- টাকা।
- VISION Room Comforter Easy Yellow মডেলটির মূল্য ১৪৫২/- টাকা।
- Vision Room Comforter With Automatic Control temperature simple 22 এর দাম ৩১০০/- টাকা।
- VISION Room Comforter Easy Green এই মডেলটির দাম ১৪৫২/- টাকা।
- VISION Room Comforter REL Radiator White এই মডেলটির বর্তমান মূল্য ৩৪৭৬/- টাকা।
মিয়াকো রুম হিটার এর দাম কত - Miyako room heater price in Bangladesh
বাংলাদেশের মার্কেটে বহুল প্রচলিত আরেকটি রুম হিটার কোম্পানি হলো মিয়াকো। এই ব্রান্ডের রুম হিটার গুলো অত্যন্ত ভালো মানের হয়ে থাকে। চলুন মিয়াকো ব্রান্ডের বিভিন্ন মডেলের রুম হিটারের দাম কত তা জেনে নিই।
- Miyako PTC-SUN-02 Room Heater মডেলটির মূল্য মাত্র ১,৯৯০/- টাকা।
- Miyako Room Heater PTC-158s মডেলের দাম ২৬৯০/- টাকা।
- Miyako PTC311 Room Heater মডেলটির দাম ২৮৯০/- টাকা।
- Miyako Room Heater PTC-A3 মডেলটির ক্রয়মূল্য ২৮০০/- টাকা।
- Miyako Room Heater PTC-602 জনপ্রিয় এই মডেলটির বর্তমান বাজার মূল্য ৩১৫০/- টাকা।
- Miyako Room Heater PTC- 10M Red মডেলটির দাম ৩২০০/- টাকা।
- Miyako PTC2068 Room Heater মডেলের মূল্য ৩৬৫০/- টাকা।
- Miyako Remote Control Wall Mount Room Heater PTC-5210/5211 এই দুটি মডেল এর দাম ৭৪০০/- টাকা।
সিঙ্গার রুম হিটারের দাম কত | Singer room heater price in Bangladesh
সিঙ্গার একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যার টিভি, ফ্রিজ ও এসির সাথে আমরা বহুল ভাবে পরিচিত। বর্তমানে সিঙ্গার কোম্পানির বেশ কিছু রুম হিটার আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তবে চলুন সিঙ্গার রুম হিটারের প্রাইস কত সে সম্পর্কে আপনাদের ধারণা দেই।
- Singer Stainless Steel 800 W Electric Room Heater মডেলটির দাম ২৮৫০/- টাকা।
- Singer HC 30T DX Room Heater 2000 W মডেলটির বাংলাদেশে মূল্য ৪৮৯০/- টাকা।
- Singer OFR 13F 2900 W White মডেলটির দাম ৮৫০০/- টাকা।
- Singer OFR 13F 2900 W Black মডেলটির বাংলাদেশে মূল্য ১০,৯৫০/- টাকা।
- Singer Ceramic Heater 1500 W মডেলটির মূল্য ৩৬০০/- টাকা।
হিটাচি রুম হিটারের দাম কত | Hitachi room heater price in Bangladesh
আমরা ইতোমধ্যে বিখ্যাত ভিশন, ওয়ালটন, সিঙ্গার ইত্যাদি কোম্পানির রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে অবগত হয়েছি। এবার চলুন হিটাচি কোম্পানির কয়েকটি রুম হিটার মডেলের দাম জেনে ফেলি।
আরও পড়ুন: গিয়ার সাইকেল দাম কত বাংলাদেশ ছবিসহ ২০২৪
- Hitachi Room Heater 400W-800W মডেলটির দাম ১২৪৯/- টাকা মাত্র।
- Model NH-1201A মডেলটির দামও ১২৪৯/- টাকা।
- Halogen Oscillation Heater এর দাম বর্তমানে ৪২৯০/- টাকা।
আরএফএল রুম হিটারের দাম কত | RFL room heater price in bd
আরএফএল কোম্পানির নাম শুনলেই আমাদের কেবল প্লাস্টিক জাতীয় দ্রব্যটির কথা মনে পড়ে। কিন্তু বর্তমানে আরএফএল কোম্পানি ভালো মানের রুম হিটারও প্রস্তুত করছে। চলুন আরএফএলের বিভিন্ন মডেলের রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জেনে নিই।
- RFL Click Room Heater White এর মূল্য ১৩০০/- টাকা।
- RFL Click Room Comforter Homey Black এর দাম ১২৯০/- টাকা।
স্যামসাং রুম হিটারের দাম কত | Samsung room heater price in Bangladesh
স্যামসাং মূলত মোবাইল ফোন কোম্পানি হিসেবে আমাদের নিকট অধিক পরিচিত। কিন্তু বর্তমানে আমাদের দেশের স্যামসাং কোম্পানির বেশ কিছু উন্নত মানের রুম হিটার পাওয়া যাচ্ছে। যারা অধিক দামী রুম হিটার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ হতে পারে samsung কোম্পানির রুম হিটারগুলো। চলুন স্যামসাং রুম হিটার বাংলাদেশ প্রাইস সম্পর্কে জেনে নিই।
- Room H Thermostat মডেলটির দাম ১২৪৯/- টাকা মাত্র।
- Samsung Room Heater এর মূল্য ৪২০০/- টাকা বর্তমানে।
- Rowa Oil Radiator মডেলটির দাম প্রায় ১৪,৮০০/- টাকা। তবে দোকান ভেদে আলাদা হতে পারে।
প্যানাসনিক রুম হিটারের দাম কত | Panasonic room heater price in Bangladesh
টিভি, ক্যামেরা, ফ্রিজ এর জন্য প্রসিদ্ধ প্যানাসনিক কোম্পানি বর্তমানে অনেক ভালো কোয়ালিটির রুম হিটার বাজারে এনেছে। চলুন বাংলাদেশী বাজারে প্যানাসনিক রুম হিটার গুলোর দাম কেমন তা এবার দেখে নিই।
- DAN-RH150EC মডেলটির দাম ১৯৫০/- টাকা।
- Quartz Room Heater মডেলটির দাম বর্তমানে ৬৬০০/- টাকা।
এলজি রুম হিটারের দাম কত | LG room heater price in Bangladesh
বাংলাদেশের কম বেশি সকলের বাড়িতেই হয়তো এলজি ফ্রিজ রয়েছে। এলজি বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে রুম হিটার ব্যবহারে জোর দিয়েছে। এলজি ব্র্যান্ডের হরেক রকম মডেলের রুম হিটার বাংলাদেশ প্রাইস সম্পর্কে এবার জেনে রাখুন।
- Room Heater Blue Magic KPT-602M এই দর্শক প্রিয় মডেলটির দাম ২৫৫০/- টাকা।
- Room Heater Model-09 মডেলটির মূল্য ৩২৫০/- টাকা।
- Room Heater Blue Magic KPT-1802M মডেলটির খুচরা মূল্য ৩৬০০/- টাকা বর্তমানে।
রুম হিটার ব্যবহারের নিয়ম
আপনারা তো অলরেডি বিভিন্ন রুম হিটার এর দাম কত সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেলেন। এখন আপনার বাজেট অনুযায়ী পছন্দের যে কোন কোম্পানির রুম হিটার ক্রয় করতে পারবেন। কিন্তু আপনারা কি রুম হিটার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে অবগত আছেন? চলুন এবার রুম হিটার ব্যবহার করার নিয়ম গুলো জেনে নিই।
- রুম হিটার চালানোর কয়েক মুহূর্তের মাঝেই রুমের তাপমাত্রা অনেক গরম হয়ে যায়। তাই রুম হিটার চালু করার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দিতে হবে।
- রুম হিটারকে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কারণ তারা সেটিতে পানি অথবা অন্য কোন দ্রব্য দিয়ে রুম হিটার কয়েল এর ক্ষতি করে ফেলতে পারে।
- রুম হিটার ওয়াল বরাবর ফাঁকা স্থানে স্থাপন করাই বুদ্ধিমানের কাজ। ঘরের দরজা জানালায় কোন ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর রুম হিটার চালু করতে হবে।
- সব সময় রুম হিটার চালিয়ে রাখা যাবে না। কারণ শুধু শুধু রুম হিটার চালিয়ে রাখলে এটি অত্যধিক বিদ্যুৎ বিল আসার কারণ হবে। আর অত্যাধিক রুম হিটার চালানোর কারণে বিভিন্ন শারীরিক সমস্যা অনুভূত হতে পারে।
সুতরাং রুম হিটার ব্যবহার করার এ নিয়মগুলো যথাযথ ভাবে অনুসরণ করলে সেটি দেহের উপর খুব একটা খারাপ প্রভাব ফেলবে না। রুম হিটারের দাম কত ২০২৪ তা পুনরায় জেনে নেওয়ার জন্য পোষ্টের আগের অংশ দেখুন।
রুম হিটারের ক্ষতিকর দিক
আপনারা ইতোমধ্যে বিভিন্ন কোম্পানির রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনার এ পর্যায়ে আমরা রুম হিটার ব্যবহার করলে কি কি ক্ষতি হয় সে বিষয়টি তুলে ধরব। রুম হিটার ব্যবহারের পূর্বে রুম হিটার ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জেনে রাখা বাঞ্ছনীয়।আরও পড়ুন: মোবাইলে ফ্রিল্যান্সিং করার উপায়
- অধিক আর্দ্রতার কারণে দেহের ত্বক অতি শুষ্ক হয়ে যেতে পারে।
- যাদের ত্বক খারাপ তাদের ক্ষেত্রে রুম হিটার ব্যবহারে এলার্জি দেখা দিতে পারে। ফলে অত্যধিক চুলকানি সৃষ্টি হয়।
- বৃদ্ধ ও ছোট বাচ্চাদের চামড়ায় মারাত্মক ক্ষতির সৃষ্টি করতে পারে রুম হিটারের হাওয়া।
- ভুল করে রুম হিটারের পাশে বসা যাবেনা। রুম হিটারের হাওয়া অ্যাজমা রোগীদের জন্য অনেক ক্ষতিকর।
- ব্রংকাইটিস ও সাইনাসের রোগীদের জন্য রুম হিটারের অতিরিক্ত গরম হাওয়া হুমকির কারণ।
সুতরাং আপনারা রুম হিটারের ক্ষতিকর দিকগুলো জেনে ফেললেন। ভাল মানের রুম হিটার কোনটি তা জেনে নেওয়ার জন্য পোস্টের শুরুর অংশ পুনরায় পড়ুন।
উপসংহার: রুম হিটার এর দাম কত ২০২৪
বন্ধুরা আজকের এই পোস্টে আমরা শীতকালে আমাদের অতিপ্রয়োজনীয় সঙ্গী রুম হিটারের ব্যবহার, ক্ষতিকর দিক এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পুরো পোস্টটি পড়ে আপনারা সব ধরনের রুম হিটারের দাম কত এবং ভাল মানের রুম হিটার কোনটি সে সম্পর্কে বিশদ ধারণা অর্জন করেছেন। আশা করি রুম হিটার ক্রয় করার পূর্বে এই পোস্টটি দেখে থাকলে আপনারা দারুন উপকার পাবেন। আপনার অন্য বন্ধুদের রুম হিটার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানাতে চাইলে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। এই পোস্ট সম্পর্কে কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। নিত্য নতুন বিভিন্ন জিনিসের দাম সংক্রান্ত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। ধন্যবাদ।
FAQs (সাধারণ প্রশ্নোত্তর)
প্রশ্ন: সবচেয়ে কম দামে কোন হিটার চালানো যায়?
উত্তর: সবচেয়ে কম দামে ভিশন ও ওয়ালটন কোম্পানির রুম হিটারগুলো আপনারা বাংলাদেশী মার্কেটে পেয়ে যাবেন। এগুলো দামে কম এবং দীর্ঘদিন টেকসইও বটে।
প্রশ্ন: রুম হিটার কি দিয়ে তৈরি?
উত্তর: রুম হিটার কয়েল বিদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করার মাধ্যমে ঠান্ডা হাওয়া উৎপন্ন করে। বৈদ্যুতিক হিটারের এই কুন্ডলী নাইক্রোম দিয়ে তৈরি করা হয়।
প্রশ্ন: কোন ধরনের রুম হিটার ভালো?
উত্তর: খুব দ্রুত ঘরকে গরম করার জন্য অবশ্যই রেডিয়েন্ট হিটার সবচেয়ে ভালো ও কার্যকরী হবে। তবে ছোট জায়গা গরম করার ক্ষেত্রে কনভেকশন রুম হিটারই অধিক উত্তম।
প্রশ্ন: রুম হিটার খেলে কি অক্সিজেন কমে যায়?
উত্তর: বর্তমানে বিভিন্ন কোম্পানির আধুনিক রুম হিটারগুলো মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ করেই তৈরি করা হয় বিধায় এগুলো ঘরে অক্সিজেনের পরিমাণকে কমাতে পারে না।
অনির্বাণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url