Privacy Policy
Onirban IT - এর গোপনীয়তা নীতি!
Onirban IT ব্লগের গোপনীয়তা নীতি পেজে আপনাকে স্বাগতম। আপনাদের নিরাপত্তার খাতিরে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়ার আগে এই পেজে বর্ণিত আমাদের সকল গোপনীয়তা নীতি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমাদের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি ওয়েবসাইটের সকল ভিজিটরদের জন্যই সমভাবে প্রযোজ্য। আমরা কখনই আপনাদের সেনসিটিভ কোনো তথ্য শেয়ার কিংবা সংগ্রহ করি না! তাই আপনারা শতভাগ নিরাপদেই আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় যেকোনো তথ্য কালেক্ট করতে পারবেন। আমরা আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে এবং তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সর্বদা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মতিঃ
আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো তথ্য ব্যবহার ও সংগ্রহের পূর্বে, আপনি আমাদের এই গোপনীয়তা নীতির শর্তাবলীতে এবং এখানে বর্ণিত আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করার নীতিমালাতে সম্মত হন।
আমরা যেসব তথ্য সংগ্রহ করিঃ
আমরা কিভাবে আপনার তথ্য সংগ্রহ করি
আমরা আমাদের ওয়েবসাইটে আপনার বিভিন্ন ব্যবহার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি, যেমনঃ আপনার আইপি ঠিকানা, ব্রাউজারের ধরন, অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য। আমরা এই তথ্য সংগ্রহ করতে গুগল স্বীকৃত এনালিটিক্স বা অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করতে পারি। আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের সম্পর্কে সার্বিক একটি ধারণা রাখার জন্য এবং ওয়েবসাইটের কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যেই মূলত আমরা এসকল তথ্য ট্র্যাক করে থাকি। এতে করে ব্যবহারকারীর কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়না।
আমরা আপনার সম্পর্কে তথ্যগুলো যেকারণে সংগ্রহ করে থাকিঃ
আমরা আপনার তথ্যগুলো বিভিন্ন কারণে সংগ্রহ করে থাকি। যেমনঃ
- আমাদের ওয়েবসাইট পরিচালনা করার সুবিধার জন্য।
- আমাদের ওয়েবসাইটে ইউজার এক্সপেরিয়েন্স যথাসম্ভব উন্নত করার জন্য।
- আপনার নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন নতুন পরিসেবা যুক্ত করা, আর্টিকেলের মাঝে বৈচিত্র্য আনা এবং আপডেটেড ফিচার ক্রিয়েট করার জন্য।
- আপনার সাথে যোগাযোগের জন্য, আপনাকে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট সম্পর্কিত আপডেট এবং অন্যান্য তথ্য সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন আর্টিকেল সর্বত্র প্রচার করে সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য।
- আপনাকে আমাদের পক্ষ থকে ই-মেইল পাঠানোর জন্য।
- আমাদের ওয়েবসাইট সর্বোপরি স্প্যামিং মুক্ত রাখার জন্য।
- আমাদের ওয়েবসাইটের কনটেন্টগুলো আরও ইউজার ফ্রেন্ডলি করে তুলার জন্য।
- আমাদের পরিষেবা প্রদানের জন্য এবং নিরাপত্তা আইন অনুসারে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করব।
লগ ফাইলসঃ
অনির্বাণ আইটি লগ ফাইল ব্যবহার করার ক্ষেত্রে একটি আদর্শ পদ্ধতি অনুসরণ করে। গুগল স্বীকৃত এই লগ তখনই ফাইল করা হয় যখন কোনো ভিজিটর ওয়েবসাইট পরিদর্শন করে। সমস্ত ব্লগিং কোম্পানি ব্লগ ভিজিটরদের তথ্য বিশ্লেষণের একটি অন্যতম অংশ হিসাবে এটি করে থাকে। লগ ফাইলের মাধ্যমে সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে ইন্টারনেট প্রোটোকল (IP) ঠিকানা, ব্রাউজারের ধরন, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), তারিখ এবং সময় স্ট্যাম্প, ল্যান্ডিং/এক্সিট পেজ এবং ক্লিকের সংখ্যা ইত্যাদি।
এগুলি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য এবং ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে এমন কোনও তথ্যের মধ্যে পড়ে না। এটি অবশ্যই তথ্য অধিকারের নীতিমালা অনুসরণ করে। এসব তথ্য সংগ্রহ করার প্রধান উদ্দেশ্যগুলো হলোঃ বর্তমান ট্রেন্ডিং এ থাকা বিষয়গুলো বিশ্লেষণ করা, সাইট পরিচালনা করা, ওয়েবসাইটে ব্যবহারকারীদের গতিবিধি ট্র্যাক করা এবং সাইটের মোট ভিজিটর সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, সর্বোপরি ওয়েবসাইটের সেবার মান কিভাবে আরও উন্নত করা যায় তা অনুসন্ধান করা।
GDPR তথ্য সংরক্ষণ অধিকারঃ
আমরা নিশ্চিত করতে চাই যে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (GDPR) এর অধীনে, আপনি আপনার সমস্ত ডেটা সুরক্ষা অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন থাকেন এবং জিডিপিআর এর আওতায় প্রত্যেক ব্যবহারকারীর নিম্নলিখিত অধিকারগুলো ভোগ করবে।
- অ্যাক্সেস করার অধিকারঃ আপনার ব্যক্তিগত ডেটার অনুলিপি পেটে আমাদের নিকট অনুরোধ করার অধিকার রয়েছে৷ আমরা এই পরিষেবার জন্য আপনার নিকট থেকে একটি ছোট ফি নিতে পারি।
- সংশোধনের অধিকারঃ যে কোনো তথ্যকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আপনি যদি ভুল বলে মনে করেন তবে তা সংশোধন করার জন্য অনুরোধ করার অধিকার আছে।
- সম্পূর্ণতার অধিকারঃ আপনার যে তথ্যটি অসম্পূর্ণ বলে মনে হবে তা সম্পূর্ণ করার জন্য আপনার অনুরোধ করার অধিকার রয়েছে।
- মুছে ফেলার অধিকারঃ আপনার অনুরোধ করার অধিকার আছে যে আমরা কিছু শর্তের অধীনে আপনার ব্যক্তিগত ডেটা মুছে ফেলি৷
- প্রসেসিং সীমাবদ্ধ করার অধিকারঃ কিছু শর্তের অধীনে আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণ সীমাবদ্ধ রাখার জন্য আমাদের নিকট সুনির্দিষ্ট ভাবে আপনার অনুরোধ করার অধিকার আছে।
- আপনার তথ্য প্রক্রিয়াজাতকরণে আপত্তি করার অধিকারঃ কিছু শর্তের অধীনে আপনার ব্যক্তিগত ডেটার প্রক্রিয়াকরণ এর ক্ষেত্রেও আপনার আপত্তি করার অধিকার আছে।
- ডেটা পোর্টেবিলিটির অধিকারঃ বিশেষ কিছু শর্তে আমরা যে ডেটা সংগ্রহ করেছি তা অন্য সংস্থায় হস্তান্তর না করে যেন সরাসরি আপনার কাছে হস্তান্তর করি, সেটি দাবি করার অধিকার রয়েছে।
পরিস্থিতি বিচারে এই অধিকার গুলোর কোনটি আপনি দাবি/ব্যবহার করতে চান তা আমাদের যোগাযোগ পেজে গিয়ে আপনার সুবিধামত প্লাটফর্ম ব্যবহার করে আমাদের জানাতে পারেন। অনির্বাণ আইটির নীতিমালা মেনে ভিজিটরদের এই অধিকার গুলো সংরক্ষণ করার ব্যাপারে আমরা সদা প্রস্তুত রয়েছি।
শিশুদের তথ্যঃ
আমাদের অগ্রাধিকার প্রদান করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারনেট ব্যবহার করার সময় শিশুদের জন্য সুরক্ষা সংযুক্ত করা। শিশুদের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট অভিভাবকদের তাদের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ, অনুসন্ধান, নিরীক্ষণ এবং গাইড করার জন্য বিশেষভাবে উৎসাহিত করি।
অনির্বাণ আইটি ১২ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে জেনেশুনে কোনো ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য কোনো তথ্য সংগ্রহ করে না। আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আমাদের ওয়েবসাইটে এই ধরনের তথ্য প্রদান করেছে, তাহলে আপনাকে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা আমাদের রেকর্ড থেকে দ্রুততার সহিত এই ধরনের তথ্য মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
বাংলাদেশি নিরাপত্তা নীতিমালা
একটি বাংলাদেশী নির্ভরযোগ্য ব্লগ ওয়েবসাইট হিসাবে, আমাদের নিম্নলিখিত প্রবিধানগুলি মেনে চলা আবশ্যক।
- বাংলাদেশের টেলিকম অপারেটর বা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দ্বারা ব্যক্তিগত ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) অবশ্যই অবহিত করতে হবে।
- একটি ব্লগিং কোম্পানি দ্বারা সংগৃহীত ব্যক্তিগত তথ্য আইনত এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রক্রিয়া করা আবশ্যকন।
- ব্যক্তিগত তথ্য অবশ্যই সঠিক, প্রাসঙ্গিক হতে হবে এবং যে উদ্দেশ্যে এটি প্রক্রিয়া করা হয়েছে তার সাথে সামঞ্জস্য থাকতে হবে।
- ব্যক্তিগত তথ্য যথাসম্ভব নিরাপদ এবং গোপন রাখা জরুরি। ওয়েবসাইটে কমেন্ট করার সময় নিজের ব্যক্তিগত কোন তথ্য দেওয়া যাবে না। কমেন্ট পলিসি মেনে কমেন্ট করা এবং রিপ্লাই দেওয়া বাধ্যতামূলক।
- ব্যক্তিদের একটি ব্লগিং ওয়েবসাইটের কাছে থাকা তাদের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস এবং সংশোধন করার পূর্ণ অধিকার রয়েছে।
- ব্যক্তিগত তথ্য ব্যক্তির সম্মতি ব্যাতিত তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না, যদি না এটি আইন দ্বারা স্বীকৃত হয় অথবা চুক্তির কার্য সম্পাদনের জন্য প্রয়োজন হয়।
- ব্যক্তিগত তথ্যকে অননুমোদিত অ্যাক্সেস, ব্যবহার বা প্রকাশ থেকে রক্ষা করার জন্য একটি ব্লগিং ওয়েবসাইটকে অবশ্যই যথাযথ প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে প্রচলিত/স্বীকৃত আইনি ব্যবস্থা প্রয়োগ করতে হবে।
অনির্বাণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url